×

সারাদেশ

শেরপুরে হাতি হত্যার অভিযোগে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:৫০ পিএম

শেরপুরে হাতি হত্যার অভিযোগে মামলা

ছবি: ভোরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদুৎ ফাঁদে হাতি হত্যার অভিযোগে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৭ মার্চ) রাংটিয়া ফরেষ্ট বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

আসামিদের মধ্যে উপজেলার ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের আশ্রাব আলীর ছেলে নুহু মিয়া (৪৭) ও আরো অজ্ঞাতনামা দুইজনসহ তিনজনকে আসামি করা হয়।

জানা গেছে, নুহু মিয়া উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকায় একটি প্রজেক্ট স্থাপন করেন। এ প্রজেক্টে বোরো ধান রোপণ করা হয়েছে। গত ৪ মার্চ শুক্রবার রাতে গভীর অরণ্য থেকে একদল বন্য হাতি নেমে এসে ওই বোরো ধান ক্ষেতে হানা দেয়। এ সময় নুহু মিয়া ও অজ্ঞাতনামা আরো দুইজন ওই ধানক্ষেতে বিদ্যুৎ ফাঁদ পেতে একটি পুরুষ হাতির মৃত্যু ঘটায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App