×

সারাদেশ

যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৯:২৪ পিএম

যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ

ছবি: ভোরের কাগজ

দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছে। সোমবার (৮ মে) সন্ধা ৬টা ৪০ মিনিটে সার কারখানার এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সাময়িক ভাবে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ি ছাড়াও উত্তরবঙ্গের ১৬ জেলার প্রায় আড়াই হাজার ডিলার যমুনার সার উত্তোলন করেন।

সোমবার সন্ধ্যায় এ্যামোনিয়া প্ল্যান্টের কম্প্রেশারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সন্ধা ৬ টা ৪০ মিনিটে প্লান্ট বন্ধ হয়ে ইউরিয়া সার ও এ্যামোনিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

এ ব্যাপারে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খান বলেন, 'এ্যামোনিয়ার কম্প্রেশারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়েছে। ত্রুটি সারিরে দ্রুত সময়ের মধ্যে উৎপাদন ফেরার কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App