×

আন্তর্জাতিক

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৭:০২ এএম

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ২০

ছবি: এনডিটিভি

ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এসময় আরো ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।

রবিবার (৭ মে) সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে নৌকাটি ডুবে যায়।

এতে আরোহী ছিলেন প্রায় ৩৫ জন। আরোহীদের মধ্যে অধিকাংশই শিশু। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানের সমন্বয় করছেন।

তিনি বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনেরও বেশি লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। তারা চলমান স্কুল ছুটির মধ্যে ভ্রমণে এসেছিল।

ক্রীড়ামন্ত্রী বলেন, নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App