×

অর্থনীতি

তরুণ নেতৃত্বের বই ‘লিডারশিপ উইথ সোল’ প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৮:৪০ পিএম

তরুণ নেতৃত্বের বই ‘লিডারশিপ উইথ সোল’ প্রকাশ

আন্দ্রে। ছবি: ভোরের কাগজ

তরুণ নেতৃত্বদের জন্য অনুপ্রেরণাদায়ক বই ‘লিডারশিপ উইথ সোল’ ঢাকায় প্রকাশ করা হয়েছে। এই বইয়ে সততা, স্বচ্ছতা, সহানুভূতিশীল ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কর্মক্ষেত্রে সাফল্যের অন্যতম গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রচলিত নেতৃত্বের চিন্তাকে চ্যালেঞ্জ করে লেখা ‘লিডারশিপ উইথ সোল’-এ ইন্টারটেক গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে লাক্রইরেক্স এসব তথ্য জানিয়েছেন।

আর্নস্ট অ্যান্ড ইয়াং, পেপসিকো, বার্গার কিং, ইউরো ডিজনি, ইঞ্চকেপ, রেকিট বেনকিজার ও ইন্টারটেকের মতো বিশ্বে নেতৃস্থানীয় সংস্থার সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে চলা অভিজ্ঞতার আলোকে ‘লিডারশিপ উইথ সোল’ বইটিতে ব্যবসায়িক সাফল্যের জন্য একটি মডেল প্রকাশ করেছেন আন্দ্রে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আন্দ্রের লেখা প্রথম বইটির মোড়ক উন্মোচন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App