×

আন্তর্জাতিক

খালের পানিতে বান্ডিল বান্ডিল টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১২:৪৭ পিএম

খালের পানিতে বান্ডিল বান্ডিল টাকা

ছবি: সংগৃহীত

বাচ্চা থেকে বুড়ো- সবাই লাফিয়ে নামছেন খালের নোংরা পানিতে! এর মধ্যেই তারা হন্যে হয়ে খুঁজছেন মূল্যবান সেই জিনিস। পড়ে রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা!

দুই হাতে মুঠো ভরে টাকা নিয়ে কেউ আবার ডাঙায় উঠে আসছেন। এমন দৃশ্যই ধরা পড়েছে বিহারে। খালের জলে ভাসছে নোটের বান্ডিল। আর তা দেখে ঝাঁপিয়ে পড়ছেন সবাই।

এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বিহারের সাসারাম শহরে এ ঘটনা ঘটেছে। তবে কবে এই কাণ্ড ঘটেছে, তা জানা যায়নি। ভিডিওতে দেখা গেছে, টাকা কুড়াতে সবাই খালের পানিতে ঝাঁপিয়ে পড়েছেন।

কে বা কারা নোটের বান্ডিল খালে ফেললেন, তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কী পরিমাণ টাকা খালে ফেলা হয়েছিল, সে ব্যাপারেও জানে না পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, খালে ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট পড়েছিল। আবার কেউ দাবি করেছেন যে, ১০ ও ১০০ টাকার নোটের বান্ডিল পড়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App