বোয়ালমারীতে ধর্ষকের ফাঁসির দাবি

আগের সংবাদ

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘দেওরা’

পরের সংবাদ

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: মে ৮, ২০২৩ , ৩:০২ অপরাহ্ণ আপডেট: মে ৮, ২০২৩ , ৩:০২ অপরাহ্ণ

২০ বছর আগে চট্টগ্রামে রেল কর্মচারী বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যার ঘটনার মামলায় যাবজ্জীবন দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার পর থেকেই এই আসামি পলাতক ছিলেন বলে সোমবার (৮ মে) দুপুরে র‌্যাব জানিয়েছে।

রবিবার (৭ মে) দুপুরে নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি প্রকাশ করেছে। গ্রেপ্তার হওয়া মাজহারুল ইসলাম ফরহাদের (৪৩) বাড়ি নোয়াখালী জেলার সুধারাম উপজেলায়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মো. নুরুল আবসার জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর আমবাগান এলাকা ছেড়ে যাওয়া ফরহাদ সম্প্রতি আবার এলাকায় ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের পর তিনি শফিউদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডিত আসামি বলে স্বীকার করেন।

২০০৩ সালের ১৪ জুন চট্টগ্রাম নগরীর খুলশী থানার উত্তর আমবাগান এলাকায় রেলওয়ে স্টাফ কোয়ার্টারে ঢুকে শফিউদ্দিনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রকৌশলী-১ কার্যালয়ে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণসহ চার আসামিকে বেকসুর খালাস দেন। পরে ২০২২ সালের ৮ মার্চ রাতে শিপন হাওলাদার ও নাইমুল ইসলাম রিপন নামে দুই আসামির ফাঁসি কুমিল্লা কারাগারে কার্যকর হয়।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়