×

সারাদেশ

মিঠাপুকুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৫:২২ পিএম

মিঠাপুকুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক ১

ছবি: ভোরের কাগজ

মিঠাপুকুরের বৈরাতী হাট এলাকার রতিয়া সর্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনায় দুই দিনের মধ্যে একজনকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। আজ রবিবার (৭ মে) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম কহিনুর বেগম (৫০)। তিনি রতিয়া বাকচা পাড়া এলাকার খলিফা আমিনের স্ত্রী।

গত শুক্রবার বিকালে মন্দির এলাকার কৃষক সুব্রত কুমার ভৌমিক নিজের জমি দেখতে এসে কালী মন্দিরের লোহার হ্যাজবল ভেঙে তিনটি প্রতিমা ভাঙা দেখে স্থানীয়দের খবর দেয়। সেই রাতেই ওই মন্দিরের সভাপতি বিভূতি ভূষন বর্মন অজ্ঞাতনামাদের আসামি করে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার দুইদিনের মধ্যেই আজ দুপুর ২ টায় ভাঙচুরে ব্যবহৃত একটি কুড়ালসহ কহিনুর বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নজির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর থেকে আটককৃত কহিনূর মানুষিক ভাবে বিপর্যস্ত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App