×

খেলা

বিসিসিআইয়ে মন জয় করতে পারছে না পিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১১:৩৪ এএম

বিসিসিআইয়ে মন জয় করতে পারছে না পিসিবি

ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান সফরে যেতে চায় না আন্তজাতিক ক্রিকেট দল গুলো। কারণ সেখানে খেলতে গিয়ে জঙ্গি হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয় লঙ্কানরা। এরপর অনেক কাঠ খড় পুড়িয়ে ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে সফল হয় পিসিবি। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে চায় না ভারতীয় দল। ফলে বিসিসিআইয়ের মন জয় করতে পারছেনা পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি সামনে এশিয়া কাপ আয়োজন নিয়ে চাপে আছে পিসিবি। এবার ভারতকে চাপে ফেলতে নতুন ফন্দি করেছে পাকিস্তান। বিসিসিআইকে কঠিন ইঙ্গিত দিল পিসিবি। তারা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কঠিন শর্ত উপস্থাপন করেছে। এশিয়া কাপ খেলতে রোহিত শর্মারা পাকিস্তানে না গেলে এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না বাবর আজমরা। যাইহোক প্রথম দিকে এ ভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপে রাখার চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে বিশেষ কাজ না হওয়ায় আরও কঠিন শর্ত দিবে পিসিবি। ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে লিখিত আশ্বাস চায় পিসিবি। নাজম শেঠিদের দাবি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে, এই মর্মে লিখিত আশ্বাস পেলে তবেই বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবেন তারা। এছাড়া ভারতের কঠিন অবস্থানের পরিপ্রেক্ষিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে বিকল্প প্রস্তাব দিয়েছিল। পিসিবির প্রস্তাব ছিল, ভারতীয় দলের ম্যাচগুলি হোক অন্য কোনো দেশে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এমন অদ্ভুত প্রস্তাবে রাজি হয়নি। পুরো প্রতিযোগিতাই পাকিস্তান থেকে সরিয়ে দেয়ার দাবিতে অনড় বিসিসিআই। এদিকে আগামী ৮ মে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে দুবাই যাবেন পিসিবি চেয়ারম্যান শেঠি। সেখানে এশিয়া কাপ নিয়ে ফয়সালা করতে চান তিনি। তাদের বিকল্প প্রস্তাব মানা না হলে শেঠি পরিষ্কার জানিয়ে দেবেন, পাকিস্তানই খেলবে না এশিয়া কাপ। পাকিস্তানেই হবে এশিয়া কাপ। না হলে পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করতে হবে। যাইহোক পাকিস্তানের এই পরিকল্পনা ব্যর্থ হবে তা নতুন করে বলার কিছু নেই। কারণ ভারত যদি পাকিস্তান সফরে না যায় তবে অন্য দেশ গুলোও যাবে না। রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসী হামলা পাকিস্তানে নিত্য দিনের ঘটনা। ফলে জেনে শুনে কেউ পাকিস্তানে গিয়ে নিজের বিপদকে দাওয়াত দেবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App