×

জাতীয়

বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ নবম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৪:২০ পিএম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান নবম। রবিবার (৭ মে) সকলে ঢাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী স্কোর ১০৪।

রবিবার বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে চিলির সান্তিয়াগো। শহরটির স্কোর ১৭০। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি ও নেপালের কাঠমান্ডু। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৮ ও ১৫৭। চতুর্থ স্থানে থাকা থাইল্যান্ডের চিয়াংমাইয়ের স্কোর ১৪৮।

বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App