×

সারাদেশ

টঙ্গীতে একটি কারখানায় আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১০:৩৬ পিএম

টঙ্গীর সাতাইশে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

রবিবার (৭ মে) রাত সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে আগুন দিয়েছেন।

কারখানাটির মানবসম্পদ ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ভোরের কাগজকে বলেন, কারখানার ভবনটি সাততলা। কারখানাটিতে শ্রমিক প্রায় দুই হাজার। এর মধ্যে রাত সাড়ে আটটার দিকে কারখানার পাঁচতলায় আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে কারখানার ছয়, সাত ও চারতলায়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটির তিনতলায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

কারখানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে কারখানার ভেতরে একটি ভবনের দ্বিতীয়তলায় সুতা ও তুলার মজুত করা গুদামে আগুন লাগে। প্রথমে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ওই গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো খবর হাতে আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App