×

সারাদেশ

আলফাডাঙ্গায় পরীক্ষায় নকল করায় তিন শিক্ষার্থী বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৬:২৫ পিএম

আলফাডাঙ্গায় পরীক্ষায় নকল করায় তিন শিক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় গণিত পরীক্ষায় নকল করার দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত দুই শিক্ষককেও অব্যাহতি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

রবিবার (৭ মে) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর বরকতিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, গোপালপুর বাইতুল ফালাহ্ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নুর আলম শেখ, হিদাডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী রিয়াজুল ইসলাম ও রফিকুল ইসলাম।

অপরদিকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আলহেরা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো. আব্দুল হালিম ও শিয়ালদী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আফজাল হোসেন।

জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজকে জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে তিন শিক্ষার্থীকে বহিষ্কারসহ দায়িত্ব পালনে অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App