বিএনপির ‘ঘোমটা পরা’ প্রার্থী!

আগের সংবাদ

তৃণমূল বিএনপির হাল ধরলেন নাজমুল হুদার মেয়ে

পরের সংবাদ

ড. খন্দকার মোশাররফের দাবি

স্বতন্ত্র প্রার্থীর দায় বিএনপির নয়

প্রকাশিত: মে ৭, ২০২৩ , ৮:২৬ পূর্বাহ্ণ আপডেট: মে ৭, ২০২৩ , ৮:২৬ পূর্বাহ্ণ

সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃণমূল নেতাদের প্রস্তুতির খবরে অস্বস্তি বাড়ছে বিএনপিতে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে না- এমন দলীয় সিদ্ধান্ত স্পষ্ট করা হয়েছে। এরপরও কেউ এ সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে তার দায় বিএনপির নয়। তাদের বিরুদ্ধে অতীতের সিদ্ধান্তই বহাল থাকবে। ভোরের কাগজকে দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পরও তৃণমূল নেতারা ভোটের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কি কেন্দ্রীয় নেতারা দলীয় শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হচ্ছেন? এমন প্রশ্নে বিএনপির এই সিনিয়র নেতার জবাব, এর দায় তাদের নিজেদের। প্রার্থী হতে ইচ্ছুক অনেকেই বলছেন, দল তাদের ‘মৌন সমর্থন’ দিচ্ছে- কি বলবেন? ড. মোশাররফের উত্তর ‘দিস ইজ টোটালি বোগাস’।

সিটি ভোটে প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের কড়াভাবে হুঁশিয়ারি দেয়া হয়েছে জানিয়ে ড. মোশাররফ বলেন, ১০ দফা দাবি আদায়ে বিএনপি রাজপথে আন্দোলনে আছে, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কিছু ভাবার সময় নেই। তিনি বলেন, আমরা খোঁজ নিচ্ছি শেষ পর্যন্ত দলের সঙ্গে সরাসরি যুক্ত এমন যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, শিগগিরই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন করা হবে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়