ভোলার নতুন কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস

আগের সংবাদ

সিট নিয়ে বিব্রত কেটি পেরি!

পরের সংবাদ

ধর্ম অবমাননা: পাকিস্তানে পিটিয়ে হত্যা

প্রকাশিত: মে ৭, ২০২৩ , ৬:৫৬ অপরাহ্ণ আপডেট: মে ৭, ২০২৩ , ৬:৫৬ অপরাহ্ণ

‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন বিক্ষুব্ধ জনতা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক সমাবেশে এ ঘটনা ঘটে বলে রবিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মারদান শহরের সাওয়াল ধের এলাকায় ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার এ ঘটনা ঘটে। আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশ ‘অতি রক্ষণশীল’ হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম নিগার আলম। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমাবেশ শেষে মোনাজাতের কথা বলা হয় তাকে। কিন্ত এ নিয়ে নিগার আলমের মন্তব্য উপস্থিত জনতাকে ক্ষুব্ধ করে। এই পরিস্থিতিতে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ক্ষুব্ধ জনতা একজন আত্মীয়ের বাড়িতে তাকে খুঁজে পায়।

একদল ক্ষুব্ধ জনতা এক ব্যক্তিকে পেটাচ্ছেন এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, একজন ব্যক্তিকে পেটাচ্ছেন উন্মত্ত জনতা। পুলিশ সদস্যরা তাদের থামানোর বৃথা চেষ্টা করছে। এ ঘটনার সময় ইমরান খান সমাবেশস্থলে ছিলেন না। বিষয়টি নিয়ে ইমরানের দলের কেউ মন্তব্যও করেননি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়