ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (৭ মে) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত এক পরিবারের সদস্যরা হলেন, মো. সাহাবুল মোল্যা (৩৮), তার দুই স্ত্রী শেফালী বেগম (৩০) ও ফাতেমা বেগম (২২)। আহত অপর পরিবারের সদস্যরা হলেন, সৈয়দ আলী (৫২) ও তার মেয়ে সাদিয়া খানম (১৮)। আহত সবাই আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছেন।
জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মো. সাহাবুল মোল্যা ও সৈয়দ আলীর পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সাহাবুল মোল্যার কিছু জমি সৈয়দ আলী ভোগদখল করায় বিরোধের সৃষ্টি হয়। সবশেষ ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে সৈয়দ আলীর পরিবারের লোকজন কলা কাটতে আসলে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।