×

জাতীয়

রমজানে সাড়ে ৪ লাখ পরিবারকে খাবার দিলো যুবলীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৯:৫৭ পিএম

রমজানে সাড়ে ৪ লাখ পরিবারকে খাবার দিলো যুবলীগ

ছবি: ভোরের কাগজ

রমজানে সাড়ে ৪ লাখ পরিবারকে খাবার দিলো যুবলীগ

রমজান মাসে সারাদেশের প্রায় সাড়ে চার লাখ পরিবারকে খাবার সামগ্রী দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার অনুষ্ঠানের বদলে চার লাখ ৪৭ হাজার ৩২০টি অসহায় পরিবারকে এই সহায়তা দেয় সংগঠনটি। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সংগঠনের সারাদেশের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়েছিলেন। বেশ কিছু এলাকায় তারা নিজেরাও উপস্থিত থেকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী অসহায়দের হাতে তুলে দিয়েছিলেন।

শনিবার (৬ মে) সন্ধ্যায় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ ও উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দপ্তর সেল থেকে জানানো হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা নগদ বিতরণ করে। নীলফামারী জেলা যুবলীগ ২৬টি হুইল চেয়ার, ছয়টি রিকশা, ২০টি সেলাই মেশিন ও ৫০০টি শাড়ী লুঙ্গি বিতরণ করেছে। এসব উপহারসামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র।

যুবলীগের বিভিন্ন শাখায় পরিবার ভিত্তিক খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণের তালিকা কেন্দ্রীয় যুবলীগ ১৯ হাজার পরিবার, যুবলীগ সাধারণ সম্পাদক নিখিলের ব্যক্তিগত উদ্যোগে মিরপুর ও তার নিজ জেলা চাঁদপুরে ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবলীগ ১৫ হাজার, দক্ষিণ যুবলীগ ১২ হাজার, রাজশাহী মহানগর ১ হাজার তিনশ, রাজশাহী জেলা ৮০০, বগুড়া জেলা যুবলীগ ২২ হাজার, পাবনা জেলা ৫০ হাজার, নাটোর জেলা ৫ হাজার, নওগাঁ জেলা ৬ হাজার, জয়পুরহাট জেলা ২০ হাজার, রংপুর মহানগর ৪ হাজার, রংপুর জেলা ৩ হাজার ৭০০, গাইবান্ধা জেলা ৪ হাজার, কুড়িগ্রাম জেলা ৪ হাজার, লালমনিরহাট ২ হাজার, ঠাকুরগাঁও ১ হাজার, দিনাজপুর ২ হাজার ২০০টি, মানিকগঞ্জ ২ হাজার, টাঙ্গাইল ৪ হাজার, গাজীপুর জেলা ২৫ হাজার, গাজীপুর মহানগর ২২ হাজার ৫০০টি, কিশোরগঞ্জ জেলা ৫০০টি, ময়মনসিংহ জেলা ১৮ হাজার ৩০০, ময়মনসিংহ মহানগর ৮ হাজার, শেরপুর জেলা ২ হাজার, জামালপুর ১ হাজার ৮৭০, নেত্রকোণা ১০ হাজার, ঢাকা জেলা ৩ হাজার, নারায়ণগঞ্জ মহানগর ২ হাজার ৩০০টি, রাজবাড়ী ৫ হাজার, ফরিদপুর ২ হাজার, মাদারীপুর ৩০০, গোপালগঞ্জ ৬ হাজার ১০০টি, পটুয়াখালী ১৫ হাজার, বরগুনা ১ হাজার, পিরোজপুর ৩ হাজার, ঝালকাঠি জেলা ৭০০টি, সিলেট মহানগর ৮ হাজার, সুনামগঞ্জ জেলা ১ হাজার ৬০০টি, খুলনা মহানগর ১ হাজার ৫০০টি, খুলনা জেলা ২ হাজার ৪০০টি, বাগেরহাট ৪ হাজার, সাতক্ষীরা ২ হাজার, যশোর ১৮ হাজার, নড়াইল দেড় হাজার, মাগুরা ৫ হাজার, কুষ্টিয়া ৪ হাজার, মেহেরপুর ৪ হাজার, চুয়াডাঙ্গা ৪ হাজার ৫০০টি, খাগড়াছড়ি ১ হাজার ৫০০টি, বান্দরবন জেলা ৩৫০টি, চট্টগ্রাম উত্তর জেলা ৭ হাজার, চট্টগ্রাম মহানগর ৩০ হাজার, রাঙ্গামাটি ১ হাজার, কক্সবাজার ৭০০, চট্টগ্রাম দক্ষিণ জেলা ৪ হাজার, কুমিল্লা মহানগর ১২ শ কুমিল্লা দক্ষিণ জেলা ১৫ শ, ব্রাহ্মণবাড়িয়া ৫ হাজার, নোয়াখালী ৪ হাজার ৫০০, লক্ষ্মীপুর আড়াই হাজার ও চাঁদপুরে ২ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App