×

সারাদেশ

মিঠাপুকুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ১০:১০ এএম

মিঠাপুকুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

ছবি: বিপ্লব রহমান, মিঠাপুকুর (রংপুর)

রংপুরের মিঠাপুকুরের বৈরাতী হাট এলাকার রতিয়া সর্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মে) বিকালে একই এলাকার কৃষক সুব্রত কুমার ভৌমিক নিজের জমি দেখতে এসে কালী মন্দিরের লোহার হ্যাজবল ভেঙে তিনটি প্রতিমা ভাঙা দেখে স্থানীয়দের খবর দেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মন্দিরের কালী, শীব এবং শিতলী প্রতিমার মাথা ভেঙে রেখে গেছে দুষ্কৃতকারীরা। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও আবু হাসান মিয়া ছাড়াও মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান। পুলিশের পক্ষ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অন্যদা চন্দ্র বর্মণ বলেন, কে বা কাহারা প্রতিমা ভেঙে দিয়েছেন আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পূজা উদযাপন কমিটির মির্জাপুর ইউনিয়ন সভাপতি বিনয় কৃষ্ণ মন্ডল বলেন, উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে আসার কথা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App