×

জাতীয়

বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ অষ্টম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ১১:৪২ এএম

বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ অষ্টম

ছবি: সংগৃহীত

১১৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান অষ্টম। এ স্কোর অনুযায়ী শহরের বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

শনিবার সকাল ৮টা ৩৮মিনিটে ঢাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)এ তথ্য পাওয়া যায়।

আজ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৫৬। দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৮। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। চতুর্থ স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, স্কোর ১৫২। পঞ্চমে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার, স্কোর ১৩৯।

বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App