×

আন্তর্জাতিক

২০০ জুতা চুরি, তারপর?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৮:৩০ পিএম

২০০ জুতা চুরি, তারপর?

প্রতীকী ছবি

জুতা চুরির উদ্দেশ্যে এক দোকানে ঢুকেছেন তিন চোর। চুরি করতে সফলও হয়েছেন তারা। চুরি করেছেন অন্তত ২০০ জুতা। তবে চুরি করে আনার পর ভালোভাবে জুতাগুলো লক্ষ্য করার পরেই ভ্রু-কুঞ্চিত হয় তাদের।

পেরুর হুয়ানকায়ো শহরের একটি জুতার দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির পর চোর দেখতে পান জুতাগুলো শুধু এক পায়ের অর্থাৎ ডান পায়ের জন্য। খবর বিবিসির।

১৩ হাজারের বেশি ডলার দামের এসব জুতা বিক্রি করতে চোরদের ঝামেলায় পড়তে হতে পারে বলে জানানো হয়েছে। তবে জুতাগুলো চুরির সময় ওই তিন চোর তাড়াহুড়া করেছেন কিনা তা স্পষ্ট নয়।

এদিকে, চুরির ঘটনার দৃশ্য সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিন চোর দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর বিভিন্ন ব্র্যান্ডের জুতার বাক্সগুলো একটি ট্রাইসাইকেলে করে নিয়ে যান।

স্থানীয় পুলিশ প্রধান এদুয়ান দিয়াজ স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছি। এই চুরির অস্বাভাবিক ঘটনা হলো কেবল ডান পায়ের জুতা চুরি হয়েছে। ফুটেজ ও ফিংগারপ্রিন্ট ব্যবহার করে আমরা অভিযুক্তদের ধরতে পারবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App