×

সারাদেশ

খুলনা ও উত্তরবঙ্গে রেল চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৯:২৫ পিএম

খুলনা ও উত্তরবঙ্গে রেল চলাচল শুরু

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সাত ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে এবং রেল চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৫ মে) রাত আটটা ২০ মিনিটে রাজধানীর সঙ্গে খুলনা ও উত্তরবঙ্গের অপেক্ষমাণ ট্রেনগুলো ছাড়তে শুরু করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল। তিনি বলেন, রিলিজ ট্রেন উল্লাপাড়া স্টেশনে এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সন্ধ্যা সাতটার দিকে পাবনার ঈশ্বরদী থেকে রিলিজ ট্রেন আসার পর প্রায় একঘণ্টার চেষ্টায় রাত সাড়ে আটটার দিকে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়।

এর আগে দুপুরে উল্লাপাড়া স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন ঘুরানোর সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App