×

আন্তর্জাতিক

কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৯:৪৭ পিএম

কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত

শুক্রবার কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৫ ভারতীয় সেনা নিহত হন। ছবি: দেশদূত

ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সময় ৫ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি সেনাবাহিনীর গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দমনে অভিযানে নামে সেনাবাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে পাল্টা হামলা চালালে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে উধমপুরের কমান্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়। খবর দেশদূত, এনডিটিভির।

কান্দি এলাকার একটি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনী। তাদের তথ্য অনুযায়ী, সন্ত্রাসীদের এই দলটি গত ২০ এপ্রিল পুঞ্চ জেলার ভাটা ধুরিয়ানে একটি সেনা ট্রাকে হামলার ঘটনার সঙ্গে জড়িত। ওই হামলায় পাঁচ সেনা নিহত হয়েছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুহায় আশ্রয় নেয়া সন্ত্রাসীদের দমনে অভিযান পরিচালনা করছে দেশটির সেনারা। সেনাবাহিনীর ওই মুখপাত্র জানান, এ ঘটনার পর পর ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App