×

আন্তর্জাতিক

আবারো বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়লো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১০:৩৬ পিএম

আবারো বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়লো

প্রতীকী ছবি

আবারো বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সূচকে দেখা গেছে, গত এপ্রিলে বিশ্বব্যাপী বিভিন্ন খাবারের গড় দর বেড়েছে ২০ শতাংশ। চলতি বছর এই প্রথম খাদ্যশস্যের মূল্য বাড়লো।

গোটা বিশ্বে খাদ্যপণ্যের দাম পর্যবেক্ষণ করে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সূচক। এপ্রিলে যা ছিলো প্রায় ১২৭ দশমিক ২ পয়েন্ট। গত মার্চে তা ছিল ১২৬ দশমিক ৫ পয়েন্ট। শতকরা হিসাবে সবশেষ মাসে উল্লম্ফন হার ২০ শতাংশ।

এক বিবৃতিতে খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে. এপ্রিলে সিরিয়েল, দুধ ও দুগ্ধজাতীয় খাবার এবং ভোজ্যতেলের দাম প্রায় স্থিতিশীল ছিল। তবে চিনি, মাংস ও চালের দর ঊর্ধ্বমুখী হয়েছে।

সূচকে দেখা গেছে, মার্চ-এপ্রিলে বিশ্বব্যাপী চিনির মূল্য ঊর্ধ্বগামী হয়েছে গড়ে ১৭ দশমিক ৬ শতাংশ। কেবল ১ মাসের ব্যবধানে ২০১১ সালের পর সর্বোচ্চ বেড়েছে ভোগ্যপণ্যটির দাম। মার্চ-এপ্রিলে মাংসের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App