ভারতকে বিদ্যুৎ করিডোর দেবে বাংলাদেশ

আগের সংবাদ

ক্রেমলিনে হামলার পেছনে কারা জড়িত

পরের সংবাদ

পাঁচ সিটিতে জাপার মেয়র প্রার্থী যারা

প্রকাশিত: মে ৫, ২০২৩ , ১২:৫৭ পূর্বাহ্ণ আপডেট: মে ৫, ২০২৩ , ১২:৫৭ পূর্বাহ্ণ

সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক সভা শেষে এই প্রার্থী ঘোষণা করা হয়।

পাঁচ সিটিতে জাপার প্রার্থী হলেন গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) এমএম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে (খুসিক) মো. শফিকুল ইসলাম মধু, বরিশালে সিটি করপোরেশনে (বসিক) প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তপশিল ঘোষণা করে। তপশিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়