×

সারাদেশ

মেহেরপুরে মাটি কেটে ইটভাটায়, ৫০ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০২:৫৭ পিএম

মেহেরপুরে মাটি কেটে ইটভাটায়, ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে ইট ভাটায় নেয়ার অভিযোগে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ইসলামপুর গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দণ্ডিত ব্যক্তি হলেন- মেহেরপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল বাকী জানান, অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে ইট ভাটায় নেয়ায়, ‘ইট ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩’ আইনে ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন- মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর থানার সাব ইন্সেপেক্টর(এসআই) সুমন আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App