×

খেলা

মেসিকে সৌদিতে নিতে ৪২৬৫ কোটি টাকার প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৮:৩৬ পিএম

২০২১ সালে লিওনেল মেসির সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত।

এদিকে পিএসজির নিষেধাজ্ঞা না মেনে সপ্তাহের শুরুতে সৌদি আরব সফরে যায় মেসি। যার জেরে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা ও তার সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।  খবর গোলডটকম।

গুঞ্জন উঠেছে সৌদি আরবেই ঘাঁটি গড়তে যাচ্ছেন মেসি। দ্য টেলিগ্রাফ প্রতিবেদন, সৌদি আরব ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় চুক্তির প্রস্তুতি নিয়ে রেখেছে।

জানা গেছে, মেসিকে বছরে ৩২০ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনতে চায় সৌদির ক্লাব। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২৬৫ কোটি টাকা।

চুক্তির বিষয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা চলছে। সৌদি প্রো লিগের ঠিক কোন ক্লাব মেসিকে এমন প্রস্তাব দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নাম আসছে আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল-হিলালের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App