×

সারাদেশ

মিরসরাইয়ে ২৫ দোকান পুড়ে ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১২:২৪ পিএম

মিরসরাইয়ে ২৫ দোকান পুড়ে ছাই

ছবি: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে প্রায় ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ মে) রাত ১২টায় উপজেলার জোরারগঞ্জ বাজারে প্রজেক্ট রোড়ের মুক্তিযোদ্ধা হোটেলের সামনে ইদ্রিস বলি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো, জামশেদ আলমের ফার্নিচারের শোরুম ও কাঠের গোডাউন, বিমল টিম্বারের কাঠের দোকান, বিকাশ চক্রবর্তীর ফার্মেসী, সবিতা মেটাল, নাজিম উদ্দিনের মোটর গ্যারেজ, মনজুরুল হকের সাউন্ড সিস্টেমের দোকান, রাজু ইলেক্ট্রিক, দেবু দেবনাথের ডিমের দোকান, বৈশাখী টেইলার্স, গফুর কুলিং কর্ণার, নুরুল আলম কুলিং কর্ণার, সরোয়ার নকশা ঘর, আবুল কাশেম ও নুর হোসেনের কাঠের দোকান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর অফিসসহ প্রায় ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে ব্যবসায়ীরা দাবি করেছেন।

ক্ষতিগ্রস্থ জামশেদ আলম বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতে বাজারের ব্যবসায়ীর মাধ্যমে জানতে পারি দোকানে আগুন লেগেছে। বাজারে এসে দেখি আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ছাত্রলীগ ও স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছি। সময়মতো যদি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না আসতো তাহলে পুরো জোরারগঞ্জ বাজার পুড়ে ছাই হয়ে যেতো।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমাদের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাদীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App