×

সারাদেশ

বড়াইগ্রামে ইকো ট্যুরিজম গড়ে তোলার আশ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১০:৩০ পিএম

বড়াইগ্রামে ইকো ট্যুরিজম গড়ে তোলার আশ্বাস

ছবি: ভোরের কাগজ

নাটোরের বড়াইগ্রামে ইকো ট্যুরিজম গড়ে তোলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঞা।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার খিদির আটাই গ্রামের পাঙ্গিয়ার দিঘীর চরে এক আলোচনা সভায় তিনি নগর ইউনিয়নের খিদির আটাই মৌজার ৫৪ একর সরকারি খাস দিঘীকে পুনঃখনন ও আধুনিকায়ন করে ইকো ট্যুরিজম, খেলার মাঠ,লেক ও পিকনিক স্পট গড়ে তোলার আশ্বাস দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুন, সহকারী কমিশনার (ভূমি), মো. বোরহান উদ্দিন, বিএমডি এর জেলা নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির, সহকারী প্রকৌশলী মো আবুল কালাম আজাদ, নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুজ্জোহা সাহেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় এলএলপি সোলার প্যানেলের মাধ্যমে সেচ ব্যবস্থা, উদ্ধৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেয়া, অভয়াশ্রম, নান্দনিক ওয়াকওয়ে, উত্তোলিত মাটি দিয়ে দৃষ্টিনন্দন পাহাড়সহ এ দিঘীটিকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার সার্বিক বিষয়ে আলোচনাও করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App