×

মুক্তচিন্তা

ফুটওভার ব্রিজ ব্যবহার করুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১২:৩৫ এএম

ফুটওভার ব্রিজ ব্যবহার করুন

রাস্তা পারাপার হতে গিয়ে রাজধানীতে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। সরকার লাখ লাখ টাকা খরচ করে রাজধানীজুড়ে ফুটওভার ব্রিজ তৈরি করলেও অসচেতনতার কারণে তা ব্যবহার করছে না নগরবাসী। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। অথচ নগরবাসীর একটু সচেতনতাই পারে এসব অনাকাক্সিক্ষত দুর্ঘটনা কমাতে। সড়ক দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ স্থাপন করা হয়। কিন্তু অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে নারাজ। অনেক পথচারী চিন্তা করে ফুটওভার ব্রিজ দিয়ে যাওয়ার জন্য বেশি সময় প্রয়োজন তাই অনেকেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন, যা কাম্য নয়। আমাদের উচিত রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করা। নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।

সাকিবুল হাছান : শিক্ষার্থী, ঢাকা কলেজ। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App