×

সারাদেশ

পান চুরির অপরাধে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০২:১৪ পিএম

পান চুরির অপরাধে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

পান চুরির অপরাধে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ছবি: বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির সন্দেহে গনপিটুনিতে সূর্ষমান (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় তিনি। পুলিশ অজ্ঞাত হিসাবে তার লাশ উদ্ধারের পর সিআইডি টিম এনে ফিঙ্গার প্রিন্ট শনাক্ত করেছেন। তারা বলেছে নিহত ব্যক্তি সিরাজগঞ্জ এনায়েতপুরের মাধবপুর গ্রামের রামচন্দ্র বিশ্বাসের ছেলে। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার শালিখা গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী ও নিয়ামতপুর ইউনিয়নের ইউপি সাইদুল ইসলাম জানান, শালিখা গ্রামের পানের বরজে প্রায়ই পান চুরির ঘটনা ঘটে থাকে। ওইদিন বুধবার সকালে পান চুরি সন্দেহে সূর্ষমান নামে এক ব্যক্তিকে ধরে গ্রামবাসী। এ সময় গনপিটুনী দিয়ে তাকে ফেলে রাখে। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর এলাকাবাসীর সহযোগিতায় তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে ওই ব্যক্তি মারা যান। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গতকাল (বুধবার) সকালে কিছু লোকজন আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে এনে ভর্তি করেন। সে সময়ে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীরকে জানিয়েছিল তাকে মারপিট করা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া অবস্থায় সে মারা যায়। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্য জানান, মৃত ব্যক্তিটি কিভাবে মারা গেছে তা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে, শুনেছেন গনপিটুনিতে আহত অবস্থায় কয়েকজন লোক তাকে হাসপাতালে রেখে গেছেন। লাশ উদ্ধারের পর সিআইডির মাধ্যমে পরিচয় শনাক্ত করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা থানাতে এসে নিহতের বিষয়ে অভিযোগ দিবেন বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App