কুমিল্লা পাইপগান তৈরির সরঞ্জামসহ আটক ১

আগের সংবাদ

পাঁচ বছরে ঢাকায় পুকুর কমেছে ৭১টি

পরের সংবাদ

১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ আপডেট: মে ৪, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

মানববন্ধনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষকরা সম্মানের সঙ্গে বাঁচতে চায়, তাই ১০ম গ্রেডের বিকল্প নেই। তিনি, অষ্টম শ্রেণি পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২তম অথচ স্নাতক পাস শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

প্রবীন এই শিক্ষক নেতা শিক্ষকদের মধ্যে বিভাজন না থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, আজকে সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। শিক্ষক নেতারা কখনো ঐক্যবদ্ধ হতে পারবেন না, কারণ তারা দালালিতে ব্যস্ত।

সিদ্দিকুর রহমান বলেন, এই দশম গ্রেড আন্দোলন আমরা শুরু করেছিলাম এরশাদ সরকারের আমলে। ডাটা এন্ট্রি অপারেটররা শিক্ষকদের শিক্ষক হবেন এটা মানা যায় না।

মানবন্ধনে শিক্ষকরা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মর্যাদা দিতে সরকারের কার্পণ্য দেখে হতাশার কথা জানান আন্দোলনকারীরা। এ সময় প্রাথমিক শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের জন্য সরকার প্রধানের সহযোগিতা চান তারা।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়