×

বিনোদন

মানুষের অন্তর্দ্বন্দ্বের গল্প ‘অগ্নিপুরুষ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৭:৩৩ পিএম

মানুষের অন্তর্দ্বন্দ্বের গল্প ‘অগ্নিপুরুষ’

‘অগ্নিপুরুষ’। ফাইল ছবি

মানুষের অন্তর্দ্বন্দ্বের গল্প ‘অগ্নিপুরুষ’

ফায়ার ফাইটারদের নিয়ে নির্মিত অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’।

‘অগ্নিপুরুষ’ একজন ফায়ার ফাইটারের জীবনের গল্প। গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক। একের পর এক অগ্নিকাণ্ড ঘটে যাচ্ছে দেশে। মানুষ মুহূর্তে হারিয়ে ফেলছে তাদের সর্বস্ব। এই অগ্নিকাণ্ডের সময় নির্ভীক কিছু যোদ্ধা পাওয়া যায়, যারা নিজের জীবনকে তোয়াক্কা না করে লড়াই করে লেলিহানের বিরুদ্ধে। আতিক তেমনই একজন। দেশের জন্য, মানুষের জন্য নির্ভীক আতিক পেশায় একজন ফায়ার ফাইটার। বিপত্তি শুধু একটাই, তার স্ত্রী বিউটি। আতিক আগুন নেভাতে গেলে বিউটির চিন্তার শেষ থাকে না। এমন ঝুঁকিপূর্ণ কাজ সে করতে দিতে চায় না স্বামীকে। কিন্তু আতিকের এক কথা অন্যরা নিজের জন্য বাঁচে, আর ফায়ার ফাইটাররা বাঁচে অন্যদের জন্য। এরই মধ্যে বিউটি সন্তান প্রসব করে। ভয়টা এবার তার বাড়ে আরো। আতিকও নিজের অনিশ্চিত জীবন নিয়ে পড়ে যায় দ্বিধায়। সাধ আর সাধ্যের টানাপড়েনে আতিক দাঁড়াবে কোন পথে? সবার জীবনের দুর্ঘটনায় লড়াই করা আতিক কি পারবে নিজের জীবনের দুর্ঘটনা এড়াতে?। জীবন বাজি রাখা এক মানুষের অন্তর্দ্বন্দ্বের গল্প ‘অগ্নিপুরুষ’।

ফিল্মটিতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, সুনেরাহ বিনতে কামালসহ আরো অনেকে। ‘অগ্নিপুরুষ’ দেখা যাবে ৪ মে দীপ্ত টিভি ও দীপ্ত প্লেতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App