গোয়েন্দা তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রের জন্য অপমানের: জেলেনস্কি

আগের সংবাদ

‘আপনারা জনগণের সেবক, প্রভু নন’

পরের সংবাদ

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: মে ৩, ২০২৩ , ৪:১৯ অপরাহ্ণ আপডেট: মে ৩, ২০২৩ , ৪:১৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর গ্রামে মো. ফরিদ মিয়া নামে এক অটোরিকশা মেকানিক স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

বুধবার (৩ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা জানাজানি হয়। ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃত ব্যক্তি মো. নুরুল হকের ছেলে মো. ফরিদ (৩৫)।

নিহতের পিতা মো. নুরুল হক বলেন, আমার ছেলে এবং ছেলের বৌ মোছা. তাছলিমা খাতুন ঝগড়া করে এবং বৌ গতকাল ঘরে ছিলো না। এ সুযোগে আমার ছেলে তার স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে মারা যায়। সকাল ৭টার দিকে আমার নাতি তানভির ঘরে গেলে দেখতে পায় ফরিদ ফাঁসিতে ঝুলছে। তার আত্মচিৎকারে আমরা ছুটে আসি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়