মানুষের অন্তর্দ্বন্দ্বের গল্প ‘অগ্নিপুরুষ’

আগের সংবাদ

দেবিদ্বারে বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগ

পরের সংবাদ

নেত্রকোণায় স্কুলছাত্রী হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: মে ৩, ২০২৩ , ৭:৪০ অপরাহ্ণ আপডেট: মে ৩, ২০২৩ , ৭:৫৪ অপরাহ্ণ

নেত্রকোণায় স্কুলছাত্রী মুক্তি রানী হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামি কাওছারকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা ডিবি পুলিশ।

বুধবার (৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশ জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরার জঙ্গল থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি কাওছার ওই গ্রামের সামছু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিম সুপার (প্রশাসন) হারুন আর রশিদ।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে নেত্রকোণার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের বখাটে কাওছার ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়