বুধবার (৩ মে) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে পালানোর সময় তিন চোরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাদের কাছ থেকে দামী একটি ছাগল ও নসিমন জব্দ করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে উপজেলার আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের মালা বাজারে।
আটককৃত চোরেরা হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আলগি গ্রামের বাসিন্দা পেয়ার মাতুব্বর (২৮), সাইফুল ইসলাম (৩০) ও কালাম মাতুব্বর (২৭)।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, ওই চোরেরা উপজেলার মালা গ্রাম থেকে মোহাম্মদ মিজানুর শেখের একটি বড় ছাগল বাড়ির সামনে থেকে চুরি করে নসিমন যোগে কাশিয়ানীর দিকে পালিয়ে যাচ্ছিলেন। এসময় ছাগলের মালিক ও স্থানীয় লোকজন ধাওয়া করে মালা বাজার থেকে তাদেরকে ধরে ফেলে। পরে তারা থানা পুলিশকে খবর দেয় জনতা। পুলিশ ঘটনাস্থল থেকে ওই চোরদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে আনুমানিক ২৫ হাজার টাকার দামের একটি ছাগল ও নসিমন জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ভোরের কাগজকে বলেন, এই তিন আসামিকে চুরির অভিযোগ এনে একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, তারা বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তার পাশ থেকে সুকৌশলে ছাগল ও গরু চুরি করে নছিমনে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ভিন্ন থানায় নিয়ে বিক্রি করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।