×

খেলা

ফের বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৭:৪৩ পিএম

ফের বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ছবি: সংগৃহীত

কলম্বোর পি সারা ওভালে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে তারা ১৫২ রান করার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। ওই ম্যাচ আর শুরু করা যায়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

মঙ্গলবার (২ মে) দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে থেকেই বৃষ্টি ছিল। ফলে টসও হয়নি। এক বল না হয়েই শেষ হয়েছে অপেক্ষা।

বৃষ্টির কারণে কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিলো। ওই ম্যাচে তবু খেলা মাঠে গড়িয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে সেটাও হলো না। কোনো বল ছাড়াই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় নারী ওয়ানডে ম্যাচটি।

গত ডিসেম্বর উইমেন'স চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডে গিয়ে শেষ দুই ম্যাচ বৃষ্টিতে খেলতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। এবার শ্রীলঙ্কাতেও প্রথম দুই ম্যাচে একই পরিণতি।

পাঁচ ম্যাচের মধ্যে চারটিই পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে বাংলাদেশ। এক ম্যাচ বেশি খেলে সমান চার পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা। ছয় ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।

৪ মে বৃহস্পতিবার কলম্বোতেই সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেটিই এখন সিরিজ নির্ধারণী ম্যাচ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App