আফ্রিকায় বইছে চঞ্চলের হাওয়ার দাপট!

আগের সংবাদ

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ৪১তম অধিবেশন বসছে বৃহস্পতিবার

পরের সংবাদ

১২ কেজি এলপিজির দাম ৫৭ টাকা বেড়ে ১২৩৫

প্রকাশিত: মে ২, ২০২৩ , ৩:৩৬ অপরাহ্ণ আপডেট: মে ২, ২০২৩ , ৩:৫০ অপরাহ্ণ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা।

মঙ্গলবার (২ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে। একটানা তিন দফা দাম কমার পর এবার এলপিজির দাম বাড়লো। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি। সেটি আগের মতোই ৫৯১ টাকা নির্ধারণ রয়েছে।

এদিকে মে মাসে অটোগ্যাসের দাম ৫৪ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন ৫৫৫ মার্কিন ডলার করে ধরা হয়েছে। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দাম বেড়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় জানুয়ারি মাসে প্রতি লিটারের দাম ছিলো শূন্য দশমিক ২২ পয়সা।

ফেব্রুয়ারি মাসে তা বেড়ে হয় শূন্য দশমিক ২৭ পয়সা। মার্চ মাসে শূন্য দশমিক ২৬ পয়সা এবং এপ্রিল মাসে শূন্য দশমিক ২১ পয়সা হয়। এবার তা বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২২ পয়সা। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ কতরা হয়েছে। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার মূল্য ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন চেয়ারম্যান মো. নূরুল আমিন ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

চলতি মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৩৫ টাকা। যা গত এপ্রিল মাসে ছিলো ১ হাজার ১৭৮ টাকা, মার্চে ছিলো ১ হাজার ৪২২ টাকা। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। একইভাবে বেড়েছে অটোগ্যাসের দামও।

এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়