×

পুরনো খবর

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো নোবিপ্রবি ছাত্রলীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৩, ০২:৪৮ পিএম

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো নোবিপ্রবি ছাত্রলীগ

ছবি: ছবি: মো. সুমন মিয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শ্রমিক সংকটে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ৬ নং ইউনিয়নের দরিদ্র কৃষক ঈসমাইল হোসেন। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১ মে) ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে নোবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী আক্তারুজ্জামান জিসানের নেতৃত্বে প্রান্তিক কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন এবং ধান মাড়াই কাজে অংশ নেন নেতাকর্মীরা।

এ সময় প্রধানমন্ত্রী ও নোবিপ্রবি ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক ঈসমাইল হোসেন বলেন, ‘পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম আমরা। এমন সংকটে আমাদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোবিপ্রবি ছাত্রলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দরিদ্র কৃষকদের ধান কাটা এবং বাড়িতে পৌঁছে দেয়া প্রসঙ্গে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী নেতা আক্তারুজ্জামান জিসান বলেন , ‘বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম ভাই ও সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইয়ের দিকনির্দেশনায় এ ধানকাটা কর্মসূচি৷ এরই ধারাবাহিকতায় আমরা নোবিপ্রবি ছাত্রলীগ গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। মে দিবসে আমাদের এ কার্যক্রম সকল শ্রমিকদের উৎসর্গ করেছি।’

এর আগে গত ২৪ এপ্রিল ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App