×

বিনোদন

অপি করিমের জন্মদিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৩, ০১:৩২ পিএম

অপি করিমের জন্মদিন আজ

সৈয়দা তুহিন আরা অপি করিম। ছবি: সংগৃহীত

অপি করিমের জন্মদিন আজ
আজ ১ মে দর্শকনন্দিনী অভিনেত্রী সৈয়দা তুহিন আরা অপি করিমের জন্মদিন। মঞ্চ কিংবা টেলিভিশন—প্রাণবন্ত অভিনয় দিয়ে দুই জায়গাতেই তিনি জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। ১৯৭৯ সালের ১ মে জন্মগ্রহণ করেছিলেন অপি করিম। তিনি ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় 'মিস ফটোজেনিক' খেতাব অর্জন করেন। তিনি বাংলা টেলিভিশন নাটকে এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। অভিনয়ের জন্য তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার ও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অপি করিম। অপি অভিনীত সিনেমাগুলোর মধ্যে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ও ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’। অপি করিম অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- 'সকাল সন্ধ্যা', 'শুকতারা', 'আপনজন', 'সবুজ গ্রাম', 'তিথির সুখ', 'অক্ষয় কোম্পানির জুতা', 'ছায়া চোখ', 'জলছাপ', 'সাদাআলো সাদাকালো', 'যে জীবন ফড়িংয়ের', 'উত্তম-সুচিত্রা', 'মান-অভিমান', 'এ শহর মাধবিলতার না' ও 'অবাক ভালোবাসা' ইত্যাদি। অপি লেখাপড়া করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পরে জার্মানিতে উচ্চতর ডিগ্রি নেন। অপি করিম বিয়ে করেছেন প্রকৌশলী ও নির্মাতা এনামুল করিম নির্ঝরকে । অভিনয় পেশার বাইরে অপি করিম একজন শিক্ষিকা। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আর্টিকেচার বিভাগের সহযোগী অধ্যাপক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App