×

সারাদেশ

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন, ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০১:৫৭ পিএম

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন, ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন, ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দেওয়ানহাটে টায়ারের স্তূপে আগুন লেগেছে। এতে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বিপুল পরিমাণ কালো ধোয়া দেখা যায় ঘটনাস্থলে। এদিকে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেললাইনের পাশে আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এই সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ট্রেনটিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চট্টগ্রাম জংশন কেবিনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়নি। [caption id="attachment_426331" align="alignnone" width="1460"] ছবি: সংগৃহীত[/caption] চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, টায়ারের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নির্বাপণের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার জাফর আলম বলেন, দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে আগুন লেগেছে। রেললাইনের পাশেই গুদাম অবস্থিত। আগুনের কারণে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। এ জন্য মহানগর এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস বিলম্বে ছাড়তে হবে। আর নিরাপত্তার স্বার্থে সোনার বাংলা এক্সপ্রেস জংশন কেবিনে যাত্রীসহ দাঁড় করিয়ে রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি অনুযায়ী ট্রেন চালানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App