পাথরঘাটায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন

আগের সংবাদ

জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে দেয় না

পরের সংবাদ

অল্পদিনের মধ্যেই দূতাবাস খুলবে সৌদি আরব ও ইরান

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৯, ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ

সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। দুই দেশ জানিয়েছে, তারা কয়েক দিনের মধ্যে একে অপরের রাজধানীতে দূতাবাস পুনরায় চালু করবে। খবর: আল-জাজিরার।

সাত বছর আগে দুই দেশ একে অপরের দূতাবাস বন্ধ করে দেয়। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান দূতাবাস পুনরায় খোলার বিষয়ে কথা বলার সময় দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার (২৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতে সংবাদ সম্মেলনে দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আমির-আবদুল্লাহিয়ান কথা বলেন। তবে দূতাবাস পুনরায় খোলার নির্ধারিত সময় উল্লেখ করেননি তিনি। ২০১৬ সালে দুই দেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।

সাত বছর ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে, গত মাসের শুরুতে চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের বৈঠকের পর ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং দূতাবাস পুনরায় চালুর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়