×

আন্তর্জাতিক

সুদানে দিনেদুপুরে লুটপাট!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১০:৩৩ পিএম

সুদানে দিনেদুপুরে লুটপাট!

ছবি: সংগৃহীত

সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ব্যাপক সংঘর্ষের এক সপ্তাহ পার হয়ে গেছে। সহিংসতা এমন আকার ধারণ করেছে যে দেশটির নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দিনেদুপুরে চলছে লুটপাট। অসহায় সাধারণ মানুষগুলোর যেন হাত-পা বাঁধা। নিজেদের সর্বশেষ সম্বলটুকুও ধরে রাখতে পারছে না। দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে লুটপাট। এছাড়া সংঘর্ষের পর অনেক পুলিশ সদস্যও পালিয়ে গেছেন। এতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ায় এই চিত্র আরো প্রকট হয়েছে।

দেশটির রাজধানী খার্তুমের উত্তরে অবস্থিত বাহরি শহরের ব্যবসায়ী মাদি আল-নূর (৫৭) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আরএসএফ ইউনিফর্ম পরা সশস্ত্র ব্যক্তিরা শহরের সেন্ট্রাল স্টেশনের বাজার থেকে যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে। খবর এএফপির।

তিনি আরো বলেন, সোমবার সংঘর্ষের দুদিন পর আরএসএফ ইউনিফর্মে সেনারা বাহরি মার্কেটেও হামলা চালিয়েছিল। এ সময় তারা লুটপাটসহ সব ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিয়েছিল। আমি বাজারে এসেছিলাম আমার দোকানের জিনিসপত্র নিতে। কিন্তু এসে দেখি বাজারটি সম্পূর্ণ লুট হয়ে গেছে। তখনও আরএসএফ তাদের যানবাহন দিয়ে সম্পূর্ণ বাজার ঘিরে রেখেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App