×

সম্পাদকীয়

প্রধানমন্ত্রীর জাপান সফর : দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৪:৪৬ এএম

স্বাধীনতা-উত্তরকালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অর্থনৈতিক, প্রযুক্তিগত সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করে আসছে জাপান। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রতি জাপানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা দুদেশের আন্তরিকতার স্মারক। যার ফলে দুই দেশের মধ্যে একটি ফলপ্রসূ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে উঠেছে। বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে গত ২৫ এপ্রিল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান গেছেন। গত বুধবার জাপানের সঙ্গে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি ও সমঝোতা হওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে- কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্কসংক্রান্ত বিষয়, মেধাসম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি এবং সাইবার নিরাপত্তা সহযোগিতা। জাপান বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং সহায়তার একটি গুরুত্বপূর্ণ উৎস, কারণ জাপান বাংলাদেশকে ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সহযোগিতা করে যাচ্ছে। এই সহায়তাগুলো আমাদের অর্থনীতি এবং অবকাঠামো পুনর্গঠনে সাহায্য করেছে সন্দেহ নেই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অর্থনৈতিক ও সামাজিক ত্রæটিগুলো প্রশমনে জাপান বাংলাদেশকে সহায়তা করে আসছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে জাপান ও বাংলাদেশের কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী। স্বাক্ষরিত দ্বিপক্ষীয় আটটি চুক্তি আমাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও দেশের সামগ্রিক উন্নয়নে একটি নতুন মাইলফলক বলে মনে করি। এটি উভয় দেশের সাধারণ মানুষের জন্য একসঙ্গে কাজ করার এবং পরস্পরের প্রজ্ঞা ও দক্ষতা বিনিময়ের সুযোগ করে দিয়েছে। এর বাস্তবায়নে বাংলাদেশের তরুণদের নিজ নিজ কারিগরি ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে এবং উন্নত পেশাদার হিসেবে গড়ে উঠতে সক্ষমতা বাড়বে। গতকাল বৃহস্পতিবার সকালে টোকিওতে জাপানি ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে বাংলাদেশ জাপানের কাছ থেকে ৩.২ বিলিয়ন মূল্যের বার্ষিক উন্নয়ন সহায়তা ঋণ পেয়েছিল। যমুনা রেলওয়ে সেতু এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণসহ সাতটি বড় প্রকল্পের উন্নয়নে এই ঋণ দেয়া হয়েছিল। বাংলাদেশ জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি বড় অনুষঙ্গ হলো গত ৫২ বছরে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক আদান-প্রদানের প্রসারতা। আমরা আশা করি বন্ধুত্ব, বিশ্বাস ও আস্থার সম্পর্কের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ ও জাপান আগামী বছরগুলোতে পারস্পরিক সহযোগিতার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে অংশীদারত্বকে দৃঢ় করার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে একসঙ্গে কাজ করে এগিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App