ঢাকায় ফিরেছে ৮০ লাখ সিম ব্যবহারকারী

আগের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসচাপায় নিহত ২

পরের সংবাদ

শাহজালালে স্বর্ণসহ আটক ১

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩ , ১১:২০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৯, ২০২৩ , ৩:২৫ পূর্বাহ্ণ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি স্বর্নসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম মো. রুস্তম আলী।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে থেকে তাকে আটক করা হয়। রুস্তম আলী কেরাণীগঞ্জের দনি বাঘাপুর এলাকার বাসিন্দা। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুল ফিতর উপলে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের বিশেষ অভিযান চলাকালে রুস্তমকে আটক করা হয়।

এদিকে, এপ্রিল মাসব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ছয় কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিক্স ও বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয়।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় রুস্তম আলীকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নেয়া হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশী করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ছয়টি স্বর্ণের বার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্নালংকারসহ মোট ১ কেজি ৫১ গ্রাম স্বর্ন বের করে দেন। এ সময় তিনি এ এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়