পথ হারিয়ে ৯৯৯-হটলাইনে ফোন
মিরসরাইয়ে খইয়াছড়া ঝরনায় দুর্গম পাহাড়ের ভেতর পথ হারিয়ে ফেলা ছয়জন পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-হটলাইন নম্বরে ফোন পেয়ে পাহাড়ের ভেতর থেকে দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে রাত সাড়ে নয়টায় তাদের উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
উদ্ধারকৃত পর্যটকরা হলো ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহি উদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওড়াপাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অণিক (১৮)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯-হটলাইন নম্বরের মাধ্যমে সংবাদ পেয়ে খইয়াছড়া ঝরনাস্থ দূর্গম পাহাড়ের ভেতর প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে ছয়জন পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।