জনসনকে ঋণ পাইয়ে দিতে অনিয়ম: বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

আগের সংবাদ

শ্রম আইন সংশোধন চায় শ্রমিক ফেডারেশন

পরের সংবাদ

আলফাডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৮, ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি নিয়ে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা সভাকক্ষে সমবেত হয়।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন

এই প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, ওসি (তদন্ত) শামিনুল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা ক্যাব সভাপতি কবীর হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গার (ডুসা) সভাপতি শাহারিয়া নাজিম শাওন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা লিগাল এইড কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, যাদের আয় এক লাখ টাকার নিচে তারা এ উপজেলা থেকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা দেয়া হবে। তিনি বলেন, লিগ্যাল এইড থেকে এ সেবা নিশ্চিত করার জন্য জেলার একজন সহকারী জজ লিগাল এইডের দায়িত্ব পালনে নিযুক্ত আছেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়