×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০১:৫০ পিএম

আখাউড়া স্থলবন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

ছবি: আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ঈদের ছুটিতে টানা পাঁচদিন বন্ধ থাকার পর বুধবার (২৬ এপ্রিল) থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

সকালে মাছ রপ্তানির মধ্যদিযে বন্দরে বাণিজ্যিক কার্যত্রম শুরু হয়। পরে সিমেন্ট, তুলা, শুটকিসহ এখাধিক পণ্য একে একে ভারতে প্রবেশ করে।

এদিকে, পাঁচদিন পর বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন শ্রমিকসহ বাণিজ্য কার্যক্রম সংশ্লিষ্টদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট মেসার্স শোয়েব টেডার্সের সত্ত্বাধিকারী মো. রাজীব ‍ভূইয়া জানান, বন্দর চালু হওয়ার পর সকালে ১০টি ট্রাকে করে প্রথমে ১৯ টন মাছ প্রবেশ করে। এরপর ছয় ট্রাক সিমেন্ট ও তিন ট্রাক তুলা প্রবেশ করে। বন্দরে রপ্তানিযোগ্য অন্যান্য পণ্য প্রবেশের অপেক্ষায় আছে বলে জানান এ ব্যবসায়ী।

এদিকে, ঈদের লম্বা ছুটিতে এ বন্দরের চেকপোষ্ট দিয়ে গড়ে প্রতিদিন ১৬ শ যাত্রী পারাপার হলেও এখন যাত্রী পারাপার কিছুটা কমতে শুরু করেছে বলে জানান আখাউড়া চেকপোষ্টের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি পাহাড়ি রাজ্যে (সেভেন সিস্টার খ্যাত) প্রতিদিন ছোট-বড় মাছ, সিমেন্ট, ভোজ্যতেল, শুটকি, তুলা ও পাথরসহ প্রায় অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হয়। বন্দরটি দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক বন্দর পরিচিতি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App