স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

আগের সংবাদ

গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক

পরের সংবাদ

বছরের সেরা পরী মণি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩ , ১২:৪৫ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৫, ২০২৩ , ১২:৪৫ অপরাহ্ণ
কলকাতায় ঢালিউডের চিত্রনায়িকা পরী মণিকে ‘বছরের সেরা’ অভিনেত্রী নির্বাচিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই নায়িকার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
২০১৫ সালে ঢালিউডে অভিষেক হয় পরী মণির। এরপর থেকে সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের মতোই আলোচিত তিনি
‘ভালোবাসা সীমাহীন’, ‘পাগলা দিওয়ানা’, ‘দরদিয়া’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’ সহ ঢালিউডের আরো একাধিক ছবিতে অভিনয় করেছেন পরী মণি
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা ‘রানা প্লাজা’। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের মর্মান্তিক রানা প্লাজা ট্রাজেডিকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়। ২০১৫ সালে নির্মাণের সময় সিনেমাটি ব্যাপক আলোচিত হলেও বিভিন্ন কারণে তা মুক্তি পায়নি
২০২১ সালে তার অভিনীত ‘বাহাদুরী’, ‘ক্ষত’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘বায়োপিক’ প্রভৃতি সিনেমা মুক্তি পায়
২০২২ সালে ‘মুখোশ’ ও ‘গুণিন’ সিনেমা মুক্তি পায়
গুণী এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে চারটি বিয়ে করেছেন। তার মধ্যে প্রথম স্বামী ইসমাইল হোসেনের সঙ্গে ২০১০-২০১২, ফেরদৌস কবির সৌরভের সঙ্গে ২০১২-২০১৪ ও কামরুজ্জামান রনির সঙ্গে ২০২০ সালে সংসার করেছেন। সর্বশেষ ২০২১ সালে ঢালিউডের অপর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন এবং এখন পর্যন্ত এই সংসারে থিতু হয়েছেন তিনি। এই সংসারে তার একটি ছেলে আছে। ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়