×

সারাদেশ

হাতীবান্ধায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৩:৩৪ পিএম

হাতীবান্ধায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

দোয়ানি তিস্তা ব্যারেজ। ছবি: ভোরের কাগজ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের কাছে রবিবার নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। ঈদে নাতির সঙ্গে বেড়ানোর জন্য কয়েকজনকে নিয়ে নদী পার হতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন নানা কোরবান আলী (৫৮)।

২৪ ঘণ্টা পর সোমবার (২৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল কোরবান আলীর মরদেহ উদ্ধার করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনি তিস্তা নদীর স্রোতে ভেসে যায়। রবিবার দুপুর সাড়ে বারোটায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ নিকট তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।

হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের কোরবান আলী (৫৮) তিস্তা নদীর অপর প্রান্ত থেকে নাতিসহ ছোট নৌকায় তিস্তা নদী পারাপারের সময় মাঝপথে এসে ছোট নৌকাটি ডুবে যায়। ওই সময় স্থানীয়রা নৌকাযোগে ছুটে গিয়ে অন্যান্যদের সঙ্গে নাতিকে উদ্ধার করলেও নানা কোরবান আলী ডুবে নিখোঁজ হয়ে যান।

স্থানীয়রা নৌকা দিয়ে খোঁজ করে না পেয়ে ফায়ার সার্ভিসের লোক আসে। রংপুরে খবর দেন এরপর রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে নেমে ২৪ ঘণ্টা পর সোমবার বেলা একটায় মরদেহ খুঁজে পান তারা। এ সময়ে স্বজনদের আহাজারিতে সানিয়াজান গ্রামে শোকের ছায়া নেমে আসে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App