×

আন্তর্জাতিক

দুই ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১০:৪৩ এএম

দুই ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতুতে প্রায় ছয় মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার (২৩ এপ্রিল) ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

এখন পর্যন্ত ভূম্পকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ইএমএসসি জানায়, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৮। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।

এর আগে গত ১৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাভায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App