মওদুদ আহমদের স্ত্রীর নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

আগের সংবাদ

বহরা রাবার ড্যামে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

পরের সংবাদ

গোপালগঞ্জ জেলা আ.লীগ নেতা রাজা মিয়া বাটু আর নেই

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩ , ৮:১৯ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৩, ২০২৩ , ৮:১৯ অপরাহ্ণ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর ১ নম্বর সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু রবিবার (২৩ এপ্রিল) বিকেল তিনটা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমৃত্যু দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাওয়া বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা মুহাম্মদ ফারুক খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়