×

জাতীয়

বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৫:১৫ পিএম

বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ

ছবি: সংগৃহীত

সুদানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২২ এপ্রিল) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর ও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। এজন্য আমাদের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। সকল বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হচ্ছে।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াইয়ে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। সংঘাত চলতে থাকায় রাজধানী খার্তুম ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App